ভর্তি পরীক্ষাশিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা হবে ৪ বিভাগীয় শহরে

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক /স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগীয় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আগামী বছর থেকে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি কেন্দ্র অনুষ্ঠিত হবে। এছাড়া মাস্টার্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে।’

জানা গেছে, আগামী বছর ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বৃদ্ধি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমানো এবং অন্য শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে,২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কয়েকটি বিভাগীয় শহরে হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আশ্বাস দিয়েছিলেন।

মো.নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩০.০৫.২০২৪

আরও পড়ুনঃ  রাবির বি ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button