বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে

চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ বক্স অফিসের সব হিসাব পাল্টে ফেলেছিল। এবার জওয়ানের পালা। ছবিটি মুক্তি পেতে এখনো দেড় সপ্তাহ বাকি। কিন্তু এরই মধ্যে উন্মাদনা যে তুঙ্গে! এখনো ট্রেলার মুক্তি পায়নি ছবির, এদিকে দর্শকরা অ্যাডভান্স বুকিং করার জন্য মুখিয়ে আছে।

নতুন খবর হলো, বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমাটি। সারা বিশ্বের সঙ্গে একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। ‘জওয়ান’ বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

শাহ আলম কিরণ বলেন, “এটা সত্য। মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

কিং খান ছাড়াও এখানে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি প্রমুখ থাকবেন। দীপিকাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুনঃ  মারা গেছেন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ এর সাদ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *