ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার ৪টি (ISP) সার্ভার হ্যা”কড
ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার ৪টি (ISP) সার্ভার হ্যা”কড
ভারতের ইন্টারনেট সেবা প্রধান কারী সংস্থার ৪টি (আইএসপি) সার্ভার হ্যাক করে (বাংলাদেশ সিভিল এন্ড ফোর্স)
এবং তারা এটাও বলে কাউকে এক ফোঁটা ছাড় দেওয়া হবে না, তারা এই দেশকে ভালোবাসেই বলে তারা ভারতের বিপক্ষে লড়ছে।
এবং (বাংলাদেশ সিভিল এন্ড ফোর্স) রেনেসাঁ টাইমকে জানান, এই পর্যন্ত ৪’শর বেশি সরকারি বেসরকারি ওয়েবসাইট হ্যাক করে এবং ব্যাংক খাতের সকল ডাটাবেইজ রয়েছে।
বাংলাদেশ সিভিল এন্ড ফোর্স বলে আমরা দেশের জন্য লড়ে অথচ আমরা দেশ থেকে কোনো প্রকার সহায়তা পাচ্ছি না, দেশের ২৫ টি ওয়েবসাইট হ্যাক করে ভারত এটা গণমাধ্যম কর্মীরা প্রকাশ করছে কিন্তু আমরা তাদের ৪’শর বেশি ওয়েবসাইট ৪টি ইন্টারনেট সার্ভার হ্যাক করে নি কিন্তু আমরা গণমাধ্যম থেকে কোন সাপোর্ট পাচ্ছিনা এটি একটি দুঃখের বিষয় বলে জানিয়েছেন (বাংলাদেশ সিভিল এন্ড ফোর্স)-এর এডমিনরা।
রেনেসাঁ টাইমস/সিয়াম