ক্রিকেটখেলাধুলা

স্বপ্নের ট্রফি স্বপ্নের পদ্মা সেতুতে

লক্ষ লক্ষ মানুষের চোখে যে ট্রফিটাকে নিজেদের করে নেওয়ার স্বপ্ন ছিলো, সেই সোনালী ট্রফি ছোয়া পেল পদ্মার হাওয়ার। স্বপ্নের পদ্মা সেতুর নিচেই সাকিব-তামিমদের স্বপ্নের ট্রফিটা ছিলো বেশ কিছুটা সময়।

পদ্মার হাওয়া গায়ে লাগিয়ে ট্রফি ফিরে আসছে ঢাকায়। ঢাকা বিমানবন্দর হয়ে ট্রফিটা বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই ট্রফি দেখতে মানুষের ভিড়ের কমতি ছিলো না। পদ্মাপাড়েও হাজারো মানুষ বৃষ্টি উপেক্ষা করে সোনালী এই ট্রফি দেখতে ভীড় জমিয়েছিলো।

সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ দল সবার চাওয়া এই সোনালী ট্রফিটি বাংলাদেশে আবারো আসুক, কিন্তু সেটি বাংলাদেশ দলের হাতে করে। সাকিবরা ভারত থেকে ট্রফি নিয়ে ফিরবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে।

স্বপ্নের পদ্মা সেতু এবং স্বপ্নের ট্রফি একসাথে থাকার দৃশ্যটি ছিলো অসাধারণ। পদ্মা সেতু বাংলাদেশের গৌরব, আর বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের গৌরব। দুটি গৌরব একসাথে থাকার দৃশ্যটি ছিলো বাংলাদেশের জন্য এক অনন্য মুহূর্ত।

বাংলাদেশ দল বিশ্বকাপ জিতবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে, বাংলাদেশ দলের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা বিশ্বকাপ জিততে চায়, আর তারা বাংলাদেশের মানুষকে গর্বিত করতে চায়।

সাকিব-তামিমদের মতো ক্রিকেটাররা বাংলাদেশের জন্য আশার প্রতীক। তারা বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারে।

বাংলাদেশ দলের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দলটিকে ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সাথে খেলতে হবে। তবে দলটি যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, তাহলে তারা বিশ্বকাপ জিততে পারে।

বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে এটা হবে দেশের জন্য একটি বড় অর্জন। এটা হবে বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা দিন।

আরও পড়ুনঃ  তামিমের পর কি লিটন হতে যাচ্ছেন অধিনায়ক? দেখুন বিস্তারিত.....
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *