ক্রিকেট পাড়ায় এক নামে পরিচিতি পেয়েছেন তানজিম হাসান সাকিব। প্রথমে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে, আর দ্বিতীয়ত ফেসবুকে ‘নেতিবাচক’ পোস্ট দিয়ে। চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে তাকে দলে দেখা গেলেও দ্বিতীয় ম্যাচে তাকে বাদ দেয়া হয়েছে। এরপরে ভক্তরা তানজিম সাকিবের বাদ পড়ার প্রকৃত কারণ জানতে চেয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে একাদশে রাখা হয়নি তানজিম হাসান সাকিবকে। তার বদলি হিসেবে একাদশে এসেছেন হাসান মাহমুদ।
জানা গেছে, ইনজুরির কারণে এই ম্যাচের দল থেকে বাদ দেয়া হয়েছে জুনিয়র সাকিবকে। বিষয়টি নিয়ে আনু্ষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। বিসিবি যে বিবৃতি দিয়েছে সেখানে কারও চোটাঘাতের কথাও জানানো হয়নি। তবে বিসিবির সূত্রে জানা গেছে, তানজিম সাকিব কুঁচকির চোটে আক্রান্ত হয়েছেন। সেটিও নাকি কোনো গুরুতর চোট নয়।
এ দিকে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ভাবনা থেকে তাকে বিশ্রামে রাখা হয়েছে। এমনিতেও এই সিরিজের প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে বিসিবি। এছাড়া নিউজিল্যান্ডও তাদের প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রামে রেখে বাকিদের নিয়ে বাংলাদেশে এসেছে। তাই বিশ্বকাপের আগে হয়তো তানজিম সাকিবের ছোট চোটও গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ।