ক্রিকেটখেলাধুলা

ফাইনালেও বিবর্ণ লিটন; রানার্স আপ ‘সারে জগার্স’

প্রথমবারের মতো বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লীগের ফাইনালে খেললো লিটন দাস। ফাইনালেও ব্যাটে রান পাননি লিটন দাস। ১ চারের সাহয্যে ১৩ বল থেকে মাত্র ১২ রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি।

এর আগে মন্ট্রিয়েল টাইগার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় লিটনদের। পাওয়ার প্লেতে কোন উইকেটে না হারালেও মাত্র ৩৫ রান করতে সক্ষম হয় মোহাম্মদ হারিস ও জাদিন্দার সিং।

সংগৃহীত ছবি
মোহাম্মদ হারিস ২৩ রান করে ফিরলেও জাদিন্দার সিং শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ৫৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ওমানের ওই ব্যাটার। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় সারে জগার্স।
সংগৃহীত ছবি
১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানেই ফিরে যান ওপেনিং ব্যাটার মোহাম্মদ ওয়াসিম। অপর প্রান্তে ধীর গতিতে হলেও ৩১ রান করেন টুর্নামেন্টে সর্বোচ্চ রান করা তারকা ব্যাটার ক্রিস লিন। শেষ দিকে দুই ক্যারিবীয় ব্যাটার সেরান রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে সহজ জয়ে চ্যাম্পিয়ন হয় ‘মন্ট্রিয়েল টাইগার্স’। ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন সেরান রাদারফোর্ড। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচন হয়েছেন তিনি।

নাজমুল হুদা/রেনেসাঁ টাইমস

আরও পড়ুনঃ  সরকারি বরাদ্দের টাকা তাহলে পকেটে?
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *