শিক্ষাঙ্গন

আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় খোলার দিনই শুরু হবে রাবির স্থগিত থাকা ভর্তি কার্যক্রম

মো.নাজমুল হুদা,রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত হওয়া এই ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় খোলার দিনই শুরু হবে। বুধবার (২১ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

তিন ইউনিটের চিফ কো-অর্ডিনেটররা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন বলেও জানান তিনি।

অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে খোলার দিনই আমরা ভর্তি কার্যক্রম শুরু করবো। বি ইউনিটের অল্প কিছু আসন ফাঁকা আছে। প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও আমরা সবগুলো আসনই পূরণ করবো। আমরা বিশ্ববিদ্যালয় খোলার অপেক্ষায় রয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকেই পদত্যাগ করার ফলে ভর্তি কমিটির কাজ বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে ভর্তি কমিটি অনেক বিশাল একটা কমিটি। সেটা একটা আনুষ্ঠানিকতা আর কি। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ডিনের অধীনে যে কমিটি থাকে তাদের মাধ্যমে। সুতরাং আমাদের ভর্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবেনা।

উল্লেখ্য, গত ৩০ জুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অনিবার্য কারণবশত স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সংশ্লিষ্টরা জানায়, “প্রত্যয় স্কীম” বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণেই মূলত ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  রাবির ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়ছে ৬৭ ভর্তিচ্ছু
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *