রাজনীতি

বগুড়ায় মধ্যরাতে মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের অবস্থান

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর মধ্যরাতে বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার পরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে তারা অবস্থান নিয়ে আছেন।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজের বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ নিজেদের জানমালের রক্ষায় সড়কে নেমে এসেছে। এর আগে ২০১৩ সালে জামায়াত নেতা সাঈদীর রায় ঘোষণার পর দলটির নেতাকর্মীরা মোকামতলা জুড়ে নারকীয় তাণ্ডব চালিয়েছিল। এবার যেন স্বাধীনতা বিরোধী এই শক্তি কোনরকম অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি।’

নেতারা বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায় ঘোষণার পর পুরো বগুড়া জুড়ে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশের থানা, ফাঁড়িসহ সরকারি নানা স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সময় বগুড়ায় অন্তত সাতজন নিহত হয়েছিল।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র সমর্থন করল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *