শিক্ষাশিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকপাড় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু। তাসফিয়া জাহান রিতু খুলনার বড়বাড়িয়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে ও অনন্যা হিয়ার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে ভিজে গোসল করতে বের হন ওই দুই শিক্ষার্থী। লেকপাড় পুকুরে নেমে তারা গোসল করছিলেন, এসময় সাঁতার না জানা এক শিক্ষার্থী পুকুরের একটু গভীরের দিকে গেলে তিনি তলিয়ে যান, তা দেখে অপর শিক্ষার্থী তাকে বাঁচাতে গিয়ে তিনিও তলিয়ে যান। ঘটনাটি দেখে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়।

পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ৪৩ বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ;উত্তীর্ণ ৯,৮৪১ জন
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *