তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
নিউমার্কেটের পাঞ্জেগানা মসজিদে তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৫০)। তিনি হাজারীবাগের কুলাল মোহন লেনে থাকতেন।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামসুলের বন্ধু এরশাদ জানান, আসরের নামাজ শেষে পাঞ্জেগানা মসজিদে তাবলীগ জামায়াতের ধর্মীয় এক আলোচনা শুনছিলেন। এমন সময় আলোচনা নিয়ে জুবায়েরপন্থি মোঃ আনোয়ার হোসেনের সাথে শামসুল আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার শামসুলের বুকে কিল-ঘুষি মারলে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, জুবায়েরপন্থি ও সাদপন্থি তাবলীগ জামায়াতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।