খেলাধুলাফুটবল

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন সালাহ

গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচের আগে মোহামেদ সালাহকে দলে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে লিভারপুলের। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তারকা এই ফরোয়ার্ড।

হ্যামস্ট্রিংয়ের চোট অনেক দিন ধরে ভোগাচ্ছে সালাহকে। গত ১৭ ফেব্রুয়ারি ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন, কিন্তু এরপর ফের ছিটকে যান তিনি। দুই সপ্তাহেরও বেশি সময় বাইরে থাকার পর এখন সুস্থ মিশরের এই ফুটবলার। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ বৃহস্পতিবার স্পার্তা প্রাহার মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সালাহর অনুশীলনে ফেরা ইংলিশ ক্লাবটির জন্য বড় স্বস্তির সংবাদ। তবে এই ম্যাচে তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আগামী রবিবার ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে তারা। ম্যাচটিতে সালাহকে পাওয়ার আশায় আছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৯ গোল করেছেন সালাহ। অ্যাসিস্ট করেছেন ১০টিতে।

রেনেসাঁ টাইমস/সিয়াম

আরও পড়ুনঃ  ক্রিকেট ছেড়ে নাটক করো; কেন বললেন ওয়াসিম আকরাম?
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *