রাজনীতি

বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন-

* উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল (৫৩)
* সহ-সভাপতি ফারুক হোসেন (৪০)
* ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা (৪৫)
* বাড়াদী ইউনিয়ন বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু (৪৩)
আরও পড়ুনঃ বিএনপির মহাসমাবেশ: পুলিশ অনুমতি দিচ্ছে না সোহরাওয়ার্দী বা নয়াপল্টন
* লুৎফর রহমান টিটু (৫০)
* ইউনিয়ন বিএনপি নেতা এ কে এম নাজমুস সালেহীন লিপন (৪১)
* জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী ছমে (৪৭)
* জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান (৫৫)
* খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী (৬০)
* ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য বাদশা আলম (৬০)
* আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি (২৮)

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরিফুজ্জামান শরিফ অভিযোগ করে বলেন, বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। নেতাকর্মীরা যাতে বৃহস্পতিবারের ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন, মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মিথ্যা মামলায় ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার পরিদর্শক পরিদর্শক (তদন্ত) একরামুল হোসেন বলেন, শুধুমাত্র যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের আটক করা হয়েছে। কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়নি।

বিএনপির নেতারা গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করে বলেছেন, এটি একটি গণতন্ত্রবিরোধী পদক্ষেপ। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

আরও পড়ুনঃ  ১৯ সেপ্টেম্বর সকল মহানগরীতে জামায়াতের বিক্ষোভ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *