রাজনীতি

শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র: পিটার হাস

নির্বাচনব্যবস্থা নিয়ে চলমান রাজনৈতিক সংকট কীভাবে সমাধান হবে, সে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহিংসতা চায় না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুনঃ বাংলাদেশ: রাজনৈতিক প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কোনো ধরনের সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র। কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি গুরুত্বও দেয় না। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, মিডিয়া, সুশীল সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবারই ভূমিকা রয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দেয় জানিয়ে পিটার হাস বলেন, জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। তবে চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, এই সংকটের সমাধান কীভাবে হবে, সেই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সুষ্ঠ নির্বাচনের জন্য ১৪ কংগ্রেসম্যান শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান যুক্তরাষ্ট্রের
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *