কেরাণীগঞ্জে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই—এমন প্রতিপাদ্য বাক্য নিয়ে অনুষ্ঠিত হলো কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪।
গতকাল বুধবার বিকেলে “সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জিনজিরা পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বনাম কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. বাবুল মিয়া ও নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাজী মোস্তফা কামাল, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার প্রমুখ।
মোস্তফা কামাল