রাজনীতি

বিএনপি’কে কানাডা ফেডারেল কোর্টের সন্ত্রাসী আখ্যা, FAKE NEWS

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আজ বিভিন্ন পত্রিকা অফিসে নির্দেশ পাঠিয়েছে যেন আগামীকালের পত্রিকায় শিরোনাম করা হয় “কানাডার আদালত আবারো বিএনপি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে”

এবং তাদের এই নির্দেশ মেনে সমকাল, প্রতিদিনের বাংলাদেশ ইতোমধ্যেই এই সংবাদ প্রকাশ করেছে এবং সম্ভবত আরো অনেকেই করবে।


এই পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিরা, কানাডার কোন আদালত বিএনপিকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে সেটা কি একটু যাচাইয়ের প্রয়োজন বোধ করেননি?

কানাডার ফেডারেল কোর্টের নথি অনুযায়ী গত ১৫ই জুন ২০২৩ মামলার রায়ে বেশ স্পষ্ট করে উল্লেখ করা হয় যে,

“কানাডার ইমিগ্রেশন বিভাগের শরনার্থী প্রত্যাশীদের ইমিগ্রেশন বোর্ড (আইডি) এমন কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি যে বিএনপি নামের অর্গানাইজেশনটি কোন প্রকারের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত”

এই রায়ে আরো বলা হয় যে,

“কানাডার ইমিগ্রেশন বিভাগের শরনার্থী প্রত্যাশীদের ইমিগ্রেশন বোর্ড (আইডি) এই বলে সমাপ্ত করে যে, বিএনপি বল প্রয়োগ করে বা হুমকি দিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি”

২৬ পাতার সম্পূর্ণ রায়’টি কানাডার ফেডারেল কোর্টের সাইটে আছে

লিংক সমূহ: Click Link 1

Click Link 2

আর মূল পাতাগুলো এই দেখতে পাচ্ছেন আর্টিকেলের সাথেই সংযুক্ত আছে।

যে সকল পত্রিকা এনএসআইয়ের ফিড করা মিথ্যা তথ্য প্রচার করছেন, আশা করি তারা সত্যটা এবার অন্তত প্রচার করবেন!


সূত্র: zulkarnain saer

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *