ঢাকা

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গনি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামালের (বাসস) নাম ঘোষণা করা হয়। বুধবার, ১৫ মে কমিটির ঘোষণা দেন আহ্বায়ক মুজিবুর রহমান।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকালে কমিটির ঘোষণা দেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মুজিবুর রহমান।

এতে বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল গনিকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামালের (বাসস) নাম ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মিয়া আব্দুল হান্নান (দৈনিক এশিয়া বানী), জিয়াউর রহমান (দৈনিক সমাচার), সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ (ভোরের পাতা), মো. শাহীন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট (দৈনিক বাংলা ও মাইটিভি), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা আহমেদ (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন (জনকণ্ঠ) এবং কার্যকরী সদস্য পদে মুজিবুর রহমান (আনন্দ টিভি), মো. সাঈদ (মুক্তখবর) ও আরিফ সম্রাট (গ্লোবাল টিভি)।

আরও পড়ুনঃ  মেট্রোরেল মতিঝিল পর্যন্ত যাবে অক্টোবরের শেষে
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *