বিনোদন

অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ

মো: নূরে আলম, সুখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে আলফা আই স্টুডিওস জানায়, অপূর্ব ২০২২ সালের অক্টোবরে ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী, অপূর্বকে ৩১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে।

কিন্তু অপূর্ব ৯টি নাটকের কাজ শেষ করার পর বাকি ১৫টি নাটকের কাজে বিলম্ব করতে থাকেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলফা আই ও অপূর্বের মধ্যে বৈঠকে অপূর্ব ১০টি নাটক সম্পূর্ণ করার সম্মতি দেন।

এই অনুযায়ী, অপূর্ব ১৯-২৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত শুটিংয়ের জন্য শিডিউল প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে অপূর্ব শুটিংয়ে উপস্থিত না হওয়ায় আলফা আই ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভুঁইয়া বলেন, “আমরা অপূর্বের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিশ প্রেরণ করেছি।

টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) ও অভিনয় শিল্পী সংঘের কাছেও অভিযোগ জানানো হয়েছে।”

আলফা আই স্টুডিওস আশা প্রকাশ করে যে, আদালতে না গিয়েই টেলিপাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।

অন্যদিকে বাংলাদেশের অন্যান্য সনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা অবস্থান নিয়েছেন অপূর্বর পক্ষে।

দ্রষ্টব্য: এই প্রেস বিজ্ঞপ্তিতে আলফা আই স্টুডিওস লিমিটেডের দাবি উল্লেখ করা হয়েছে। অপূর্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মান-অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমণি
Show More

One Comment

  1. I do not even know how I ended up here but I thought this post was great I dont know who you are but definitely youre going to a famous blogger if you arent already Cheers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *