বানিজ্য

প্রধানমন্ত্রীকে ১৮ কোটি টাকা মূল্যের চা পাতা উপহার

বিশ্বের সবচেয়ে দামি চা ‘দ্য গোল্ডেন বেঙ্গল টি’ (সোনার বাংলা চা) এর একটি কেজি চা পাতার দাম ১৮ কোটি টাকা! মঙ্গলবার (৪ জুন) জাতীয় চা দিবসের অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জ কোম্পানির প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই চা হস্তান্তর করেছেন।

এই চা সিলেটের চা বাগানে বিশেষভাবে উৎপাদিত হয়। লন্ডন টি এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান জানিয়েছেন, বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই চা। বিদেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা পুরো প্রক্রিয়ায় মেশিনের সাহায্য ছাড়াই কাজ করেন। চা গাছের মাত্র দুটি পাতা দিয়ে তৈরি করা হয় এই বিলাসবহুল চা।

জাতীয় চা দিবস উদযাপন

জাতীয় চা দিবস উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতিমন্দিরে চা মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করে তা পরিদর্শন করেন। দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এই মেলায় তাদের চা প্রদর্শন করে।

চা শিল্পের উন্নয়ন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী পদক্ষেপ এবং বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা রপ্তানি উৎসাহিত করতে সরকার ৩ শতাংশ রপ্তানি প্রণোদনা দিচ্ছে।

২০২৩ সালে দেশের চা বাগানগুলোতে রেকর্ড ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪টি দেশে ১ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে। দেশে মোট ১৬৮টি বড় এবং ৮ হাজার ছোট চা বাগান রয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *