বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি শায়খ আহমাদুল্লাহর

বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আহমাদুল্লাহ সরকারিভাবে মদ উৎপাদন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৫ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অহ্বান জানান। এসময় তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

আহমাদুল্লাহ তার পোস্টে লিখেন…..

হাতেগোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়।

পবিত্র কুরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারী-সহ এর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের ওপর মহান আল্লাহ অভিশম্পাত করেছেন। এমনকি তিনি অভিশম্পাত করেছেন স্বয়ং মদের ওপরও।

ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে, তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না।

জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্যের উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে?

ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়ে আছে মদের সাথে।

এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়।

তারপরও মুসলিম ঐতিহ্যের দেশে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। আবিলম্বে সরকারী প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।

মোঃ নূরে আলম” নামে আরেক অনুসারী মন্তব্য করেন, ‘সময়ের শ্রেষ্ঠ দাবী’।

আরও পড়ুনঃ  হাইকোর্ট বেঞ্চ বিচারপতিদের ‘মাই লর্ড’ না বলতে নির্দেশনা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *