শিক্ষাঙ্গন

রাবিতে রুপসার ক্যারিয়ার আড্ডা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিলোসোফি স্টুডেন্ট অ্যালায়েন্সের (রুপসার) ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনে এ আড্ডার আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদের সভাপতিত্বে আড্ডায় আলোচনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অর্থ মন্ত্রনালয়ের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, শিক্ষা ক্যাডার সাইফুল আল আনাম, শাহাদুজ্জামান, হান্নান সরকার, রাশেদ আহমেদ, পুলিশ সার্জেন রহিদুল ইসলাম, রুপালী ব্যাংকের কর্মকর্তা মাসুদ পারভেজ, আইএফসি ব্যাংকের কর্মকর্তা সাগর হোসেন ও উদ্যোক্তা মারজিয়া তানজিলা পুষ্প।

বক্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, সফল ব্যাক্তিত্ব গড়ার উপায় ও চাকরির ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনার দিক তুলে ধরেন। চাকরির বাজারে প্রতিবন্ধকতা ও কাটিয়ে উঠার কৌশল বর্ণনা করেন। টিকে থাকতে হলে লেগে থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি নিজেকে সৃজনশীল ও যুগোপযোগী হওয়ার আহ্বান জানান তারা।

জানা গেছে, আড্ডায় বক্তৃতা, প্রশ্নোত্তর ও বিগত অনুষ্ঠানে বিজিতদের সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করা হয়। বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য কাজ করছে এই সংগঠনটি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নিলুফার আহমেদ শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।

প্রতিযোগিতার এ যুগে নিজেকে বিভাগের সিলেবাসে আবদ্ধ না থেকে জ্ঞানের পরিধি আরো প্রসারিত করা এবং লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্প রাখার মানসিকতা সম্পন্ন হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। এছাড়া সামাজিক অবক্ষয়ের এই সময়ে চাকরি সহ সকল ক্ষেত্রে নৈতিকতা চর্চার কথাও বলেন তারা।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আরিফুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক একরাম হোসেন ও জাহিদুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুনঃ  রাবিতে ‘পরিবেশ সপ্তাহ ২০২৪’ উদ্বোধন
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *