অপরাধআন্তর্জাতিক

ইউটিউব দেখে বাড়িতে বসেই সন্তান প্রসবের চেষ্টায় স্বামী, মারা গেলেন স্ত্রী

প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন স্ত্রী। কিন্তু তা দেখেও হাসপাতালে নেয়নি স্বামী। বরং ইউটিউব দেখে বাড়িতে বসেই সন্তান প্রসবের চেষ্টা করেন স্বামী। তবে তিনি সন্তান প্রসবে সফল হলেও বাঁচাতে পারেননি স্ত্রীকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নারীর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করে।

ওই নারীর নাম এম লগনায়কি। তিনি গৃহকর্মী ছিলেন। সন্তান প্রসব করতে গিয়ে তার মৃত্যু হওয়ার পর নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ওই নারীর মৃত্যুর পরপরই পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে মঙ্গলবার অভিযোগ করেন।

এতে বলা হয়, লগনায়কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদেশকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে মাদেশকে গ্রেপ্তার দেখানো হবে।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া


রেনেসাঁ টাইমস/সিয়াম

আরও পড়ুনঃ  কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে : ডা. ইরান
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *