রাবির এ ইউনিটের প্রতিবন্ধী কোটার মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার এ ইউনিটের প্রতিবন্ধী কোটার চূড়ান্ত বিষয়ভিত্তিক মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪ জন ভর্তির জন্য মনোনীত হয়েছেন ও ৩৬ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছে। আগামী ২ জুন থেকে ৪ জুন সকাল ৯ টা থেকে বেলা ৪ টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের অফিসে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডিনস কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, Subject choie Form-এর প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাঁদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধা স্কোর ও বিভাগ পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে না চাইতলে তাঁকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে।
এর আগে ২৫ মে ভর্তি পরীক্ষায় পাস নম্বরকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রাধান চিকিৎসকের কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে প্রতিবন্ধী কোটার জন্য ২ টি করে আসন বরাদ্দ রয়েছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয় ভিত্তিক মেধা তালিকা ৬ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মো.নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়