আগামীকাল থেকে শুরু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন; ক্লাস শুরু ৮ অক্টোবর
কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়াই এবারও একাদশ শ্রেণীতে কেবল এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত রবিবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে এই নিয়মের বাইরে রাজধানীর চার্চ (খ্রিস্টান মিশনারি) পরিচালিত চার প্রতিষ্ঠান—নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরীজ হাই স্কুল অ্যান্ড কলেজ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবে।
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ আগস্ট। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত।
১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০ টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে( www.xiclassadmission.gov.bd) পছন্দক্রম দিয়ে আবেদন করা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
তিন ধাপে আবেদন প্রক্রিয়ায় ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।
নাজমুল হুদা/রেনেসাঁ টাইমস