জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
সারাদেশে ১৮ আগস্ট জুমার নামাজের পর দোয়া মাহফিল ও বুধবার (২৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ আগস্ট) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজার কর্মসূচি স্থগিত করেছে জামায়াত।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৬ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ডাকা গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে।
অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাঈদীর চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা জানালেও তা স্থগিতের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বয়স হয়েছিল ৮৪ বছর।