রাজনীতি

ইসলামী আন্দোলনেরও ২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশের ডাক

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২৭ জুলাই ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। দলটি বলেছে যে তারা সরকারের দ্বারা তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ জানাতে সমাবেশ করছে।

আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভায় দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এ বি এম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বলা হয় যে রাজনৈতিক দলের সভা, সমাবেশ ও সম্মেলন সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কিন্তু শান্তিপূর্ণ ও একান্ত ঘরোয়া কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ সপ্তাহে চাইর দিন দুপুরের খাওনটা এখানে পাই

সভায় আরো বলা হয়, সাংগঠনিক অফিসের কার্যক্রমেও সরকার বাধা দিয়ে দেশে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করতে চায়। সরকার জনবিচ্ছিন্ন হয়ে চরম হতাশায় ভুগছে। এ জন্য পুলিশ দিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং নেতাদের হেনস্তা করার চেষ্টা করছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, পুলিশ বা প্রশাসন দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বানচালের চেষ্টা আখের ভালো হয় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমেদ বলেছেন, “আমরা সরকারের অবৈধ ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। আমরা জনগণকে এই প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এবং সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান করছি।”

প্রতিবাদ সমাবেশটি আগামী ২৭ জুলাই দুপুর ২টায় ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  তালতলী উপজেলায় রেনেসাঁ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *