তথ্য ও প্রযুক্তি

ফেসবুক নির্বাচনে অপপ্রচার বন্ধে সহায়তা করবে

ফেসবুক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তার আশ্বাস দিয়েছে। ফেসবুকের কারিগরি টিমের সঙ্গে ইসির কারিগরি টিমের বৈঠকে এ কথা জানানো হয়।

বৈঠকে ফেসবুকের প্রতিনিধিরা বলেন, তারা নির্বাচনে অপপ্রচার রোধে কাজ করবে। এজন্য তারা ইসিকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দেবে। ফেসবুকের প্রতিনিধিরা আরও বলেন, তারা ইসির সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ইসির অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ফেসবুকের সহায়তায় আমরা নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারব। তিনি বলেন, ফেসবুকের প্রতিনিধিরা আমাদের বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করে দেখব।

ফেসবুকের সহায়তায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব হবে বলে আশা করছেন ইসির কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার ৪টি (ISP) সার্ভার হ্যা"কড
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *