কর্মদিবস বাদ দিয়ে ছুটির দিনে সমাবেশের অনুমতি চেয়েও পায়নি জামায়াতে ইসলামী।
শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিল দলটি।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতে ইসলামীকে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”
এর আগে গত মঙ্গলবার (১ অগাস্ট) সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল জামায়াত।
কিন্তু অনুমতি না মেলায় ওইদিনই বিকালে শুক্রবার সমাবেশ করার আবেদন নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে যায় দলটির একটি প্রতিনিধি দল।
ডিএমপি উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা অবনতি হতে পারে- এমন আশঙ্কা থেকে জামায়াতকে মঙ্গলবারের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।