শিক্ষা

অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি আবেদন শুরু হয়েছে আজ;বিকাল তিনটা থেকেই আবেদন করতে পারছে শিক্ষার্থীরা।আবেদন চলবে আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয় দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ৩ সেপ্টেম্বর,২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে।
যেসকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেও কোনো মেধাতালিকায় স্থান পায়নি কিংবা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারাই শুধুমাত্র দ্বিতীয় তথা সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নিজের রোল ও পিন দিয়ে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শুরুতে বিভাগ ও জেলার নাম সিলেক্ট করার পর কলেজের নাম ও ঐ কলেজের ফাঁকা আসন দেখতে পারবে শিক্ষার্থীরা।সবাইকে অবশ্যই ৫ টি কলেজে আবেদন করতে হবে।

এই আবেদনের জন্য কলেজ কিংবা অনলাইনে কোন টাকা দিতে হবে।উল্লেখ্য গত ১ জুন,২০২৩ থেকে এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছিলো।

আরও পড়ুনঃ  বন্যায় ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ ঘোষণা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *