মসজিদ ছেড়ে যেতে না চাওয়ায় হত্যার শিকার সেই ইমাম
ভারতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গুলিতে নিহত হয়েছেন হাফিজ সাদ নামের নয়া দিল্লির গুরুগ্রামের এক মসজিদের ইমাম । এ ঘটনায় বিচারের দাবিতে ফুঁসে উঠেছে বিহারের সীতামারহি জেলার মানিয়াদিহ গ্রাম। এখানকার বাসিন্দাই ছিলেন সাদ।
নিহতের মামা ইব্রাহিম আক্তার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বড় ভাই শাদাবের সঙ্গে ট্রেনে চড়ে বাড়িতে ফেরার কথা ছিল সাদের। তবে শাদাব জানান, তাঁর ভাই সকালের আগে মসজিদ ছেড়ে বাড়ি ফিরবেন না। কারণ ওই মসজিদের ইমাম ছুটিতে ছিলেন। তাঁর বৃহস্পতিবার ফেরার কথা ছিল।
গতকাল মঙ্গলবার ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় হিন্দুদের দুই পক্ষের সহিংসতার কয়েক ঘণ্টা পর গুরুগ্রামে প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল মসজিদটিতে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের পূর্বাঞ্চলের ডিসিপি নিতীশ আগারওয়াল। তিনি জানিয়েছেন, অগ্নিসংযোগের পর দলটি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আর সেই গুলিতেই নিহত হন মসজিদের নায়েবে ইমাম সাদ।
সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি আঁচ করতে পেরে নিরাপদ আশ্রয়ে যেতে চেয়েছিলেন শাদাব। তবে দায়িত্ব পালনের জন্য সাদ মসজিদ থেকে আসতে চাননি।
সাদের বাবা মুশতাক জানান, ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলের কি দোষ ছিল? আমি বিচার চাই। আমি সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু চাই না।
সীতামারহি জেলার পুলিশ কর্মকর্তা মনোজ তিওয়ারি বলেন, আমাদের পক্ষ থেকে নিহতের শেষকৃত্য সম্পন্নের জন্য সব রকম সহায়তা করা হবে।