বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দিতে হবে: জাতিসংঘ
নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে বাংলাদেশের সব রাজনৈতিক দল, সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ওএইচসিএইচআর।
শুক্রবার (৪ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত এক প্রেস নোটে এ আহ্বান জানান সংস্থাটির মুখপাত্র জেরেমি লরেন্স। এতে চলমান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষকে অবশ্যই জনগণকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রেস নোটে জেরেমি লরেন্স বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল, সেসব দলের সমর্থক ও নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানানো যাচ্ছে।
গত কয়েক মাসে দেশের রাজনৈতিক সভা ও সমাবেশের কথা উল্লেখ করা হয় প্রেস নোটে। এতে বলা হয়, বিরোধীদের সমাবেশে সহিংসতা হয়েছে। এতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সরকারবিরোধী প্রতিবাদকারীদের পেটাতে দেখা গেছে পুলিশ ও সাদা পোশাকধারীদের। এসব ঘটনায় পুলিশ ও বিরোধী দলের সমর্থকেরা আহত হয়েছেন।
সরকারবিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদেরও পেটানো হয়েছে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে তাদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে বলে নোটে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিরোধী কয়েক শ নেতা-কর্মীকে করা হয়েছে গ্রেপ্তার।
প্রেস নোটে বলা হয়, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার চর্চার সুযোগ দিতে হবে। এ ছাড়া তৃতীয় কোনো পক্ষ জনগণের সেই অধিকারকে দমন করতে চাইলে তাদের অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘আমরা পুলিশকে আহ্বান জানাচ্ছি, শুধু জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে বল প্রয়োগ করা যেতে পারে। যদি করতেই হয়, বৈধতা ও সংযমের ভিত্তিতে এবং যৌক্তিক কারণ সাপেক্ষে তা করতে হবে। অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি অবশ্যই দ্রুত তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
আগামী নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় প্রেস নোটে।