রাজনীতি

বিএনপি-জামায়াতের বিচারের জন্য আল্লাহ যথেষ্ট: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াত যে জ্বালাও, পোড়াও করছে। আশুরার দিনেও তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। আমার মনে হয় এ বিচারের জন্য আল্লাহ যথেষ্ট।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শহরের মাসদাইরে কেন্দ্রীয় জামে মসজিদে গণমাধ্যমকে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যদি আবারও আগের মত তারা জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে আমরা পাল্টা আঘাত করবো না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি দেখবেন। শয়তানের প্ররোচনায় জ্বালাও-পোড়াও করে থাকে। এগুলো শয়তানের প্ররোচনায় মানুষ করে। আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমার দেশের জনগণের কাছে বিচার দিব। জনগণই সঠিক বিচার করবে। জনগণ ভোটের মাধ্যমেই রায় দিবে।

এর আগে নিজের অসুস্থ মেজো ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক সুস্থতার জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন শামীম ওসমান। মাহফিল শেষে কবরস্থানে গিয়ে বাবা-মা ও বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর জিয়ারত করেন তিনি। পরে অসুস্থ ভাই সেলিম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি সংরক্ষিত আসনে এমপি সনি ওমানে গ্রেপ্তার
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *