আইন আদালতবাংলাদেশ

হাইকোর্ট বেঞ্চ বিচারপতিদের ‘মাই লর্ড’ না বলতে নির্দেশনা

হাইকোর্টের বিচারপতিদের সম্বোধন করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতে মামলা শুনানির সময় বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ডশিপ’ না বলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে হবে।

বিজ্ঞপ্তির জ্যেষ্ঠ বিচারপতি বলেন, “দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ডশিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।”

আরও পড়ুনঃ সিনিয়র সহকারী সচিব ডেঙ্গুতে মারা গেছেন, ছিলেন অন্তঃসত্ত্বা

এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, “এটা সম্মানার্থে।” আদালত বলেন, “ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।”

পরে ওই আদালতকক্ষের বাইরে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন আজকের পত্রিকাকে বলেন, “এই নির্দেশনা কেবল এই একটি বেঞ্চের জন্য।”

এই নির্দেশনার ফলে হাইকোর্টে বিচারপতিদের সম্বোধন করার ক্ষেত্রে নতুন রীতি চালু হবে। এতে বিচারপতিদের প্রতি সম্মান প্রদর্শন এবং আদালতের ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মতলব দক্ষিণে নার্সদের যৌক্তিক দাবি আদায়ে পতাকা মিছিল ও পথসভা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *