হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ মুহূর্তে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সংঘর্ষের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় একে অপরকে দায়ী করছেন।
রোববার (২০ আগস্ট) বিকেলে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানান, গত শনিবারের পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আজ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থান করছে।