বিনোদন

তাহসানের দ্বিতীয় বিয়ে: হানিমুনে মালদ্বীপ পাড়ি দিলেন নবদম্পতি

দীর্ঘ একা থাকার পর নতুন জীবনের শুরু করলেন জনপ্রিয় গায়ক তাহসান খান। নতুন বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা এখনো সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। নববধূ রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন তারা। মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্ত কাটানোর জন্য তিন-চার দিন তারা সূর্যময় এই দ্বীপরাজ্যে থাকবেন।

তাহসান শুধু ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত নন, একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজের সৃজনশীল কাজ। বিয়ের মাত্র দুদিনের মাথায় তিনি ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের এই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তিনি নিজেই। গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতে দেখা যায় মেহেদির আঁকা ‘আর’ অক্ষর, যা তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

গানটি সম্পর্কে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড ঘরানার। এতে প্রেমের এমন অনুভূতি তুলে ধরা হয়েছে, যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা—এমন অনুভূতি থেকে গানটি লেখা।’

তাহসানের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী ও গায়িকা মিথিলা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তারা প্রেমে জড়ান এবং ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করেন। তবে ১১ বছরের সংসার জীবনের পর ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়।

গত শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। তার নতুন জীবনসঙ্গী জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button