Friday , 22 September 2023 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি ও ব্যাবসায়
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক খবর
  6. আবহাওয়া
  7. উদ্দোক্তার গল্প
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্য ও প্রযুক্তি
  12. তালতলী
  13. ধর্মীয়
  14. প্রতিক্রিয়া
  15. ফিচার

মিরপুরে রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

প্রতিবেদক
Renesa Times
September 22, 2023 1:53 am

রাজধানীর মিরপুরে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মুষলধারে বৃষ্টির সময় শিয়ালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। মরদেহগুলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন: মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি শিশুকে পানি থেকে তোলা হচ্ছে। এছাড়া অন্য এক জায়গায় ৩ জন পড়ে আছে।

এদিকে কাঁঠালবাগানসহ গ্রিনরোডের রাস্তায়ও পানি। বিদ্যুৎ অফিসের মূল মিটারের জায়গায় পানি উঠে যাওয়ায় এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া ধানমন্ডি, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। রাত বাড়লেও সড়কে যানজট কমেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরেফেরা মানুষ।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়াই মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে জামায়াত

সর্বশেষ - জাতীয়