প্রচ্ছদ

রাবির বি ইউনিটের চতুর্থ মেধাতালিকা প্রকাশ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এটি। এতে নতুন করে ৯২ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে। ব্যবসা শাখা থেকে ৬৩ জন, বিজ্ঞান শাখা থেকে ১৬ জন ও মানবিক শাখা থেকে ১৩ জন এই মেধাতালিকায় স্থান পেয়েছে।

বি ইউনিটের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৯ ও ৩০ মে মে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সাক্ষাৎকারসহ ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীকে ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, সাবজেক্ট চয়েস ফর্ম-এর প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে উপস্থিত হতে হবে।

সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে
অনলাইন ভর্তি ফরম তিন কপি ও পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট ও এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি ফি বাবদ অনলাইনে (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ) ৫২০০ টাকা (সার্ভিস চার্জ বাদে) ও অনুষদ উন্নয়ন ফি বাবদ ১০০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

উল্লেখ্য, আসন ফাঁকা থাকা সাপেক্ষে পঞ্চম মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।#

মো. নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনঃ  রাবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক সাজ্জাদ বকুল
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *