রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলিতে আহত অর্ধশত

নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা ও গুলি করেছে। এতে ১৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার, আগস্ট ১৯, ২০২৩, বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় কমিটির সহআর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ থানা যুবদল নেতা আল আমিন মোল্লা, মোখলেছুর রহমান, জাসাসের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, শাহনুর, রিয়াজুল ইসলাম, মো. রিপন, আলী নূর, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাতুল হাসান, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ, তারাবো ইউনিয়ন বিএনপি নেতা মন্টু সিকদার, আড়াইহাজার থানার যুবদল নেতা মনির হোসেন, জুয়েল মিয়া গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আহত হন ছাত্রদল নেতা রায়হান, হৃদয়, আক্তার হোসেন, আকাশ মাহমুদ, রিফাত আহমেদ বাবু, রনি, সাইদুল ইসলাম, তৈয়ব আলম, আলমগীর হোসেন, মনোয়ার হোসেনসহ ২৩ জন নেতাকর্মী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তার অবস্থান নিলে পুলিশ এসে অতর্কিতভাবে লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  কোন প্রবেশমুখে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *