অনুমতি ছাড়াই মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে।
দলটি জানিয়েছে, সমাবেশটি সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তির দাবিতে অনুষ্ঠিত হবে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান গত ২৪ জুলাই তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন। এরপর ২৮ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল এবং ৩০ জুলাই জেলা শহরগুলোতে মিছিল ও সমাবেশ করে দলটি।
আরও পড়ুনঃ বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জন আটক
এর আগে, ১৩ বছর পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াত। যেখানে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। সেই সঙ্গে দলের তিন দফা দাবি তুলে ধরা হয়।
জামায়াতের নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন। তবে তারা সরকারকে সমাবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ বাতিল করল সমাবেশ, বিএনপির কর্মসূচি ৩১ জুলাই
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জামায়াতের সমাবেশে বাধা দেবেন না। তবে তারা সমাবেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন।
জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা মোতায়েন করা হয়েছে।