রাজনীতি

স্লোগান দিতে দিতেই বিএনপি নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন মিছিলের নেতৃত্ব দিয়ে ফকিরাপুল আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিএনপির মহাসমাবেশ শুরু, লাখো নেতা-কর্মী উপস্থিত
তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না
তিনি জানিয়েছেন, ‘ঢাকায় পৌঁছে আমরা একসাথে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছিলাম। এ সময় মাহমুদ হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরে আমি তার পরবারকে ফোন করে বিষয়টি জানিয়ে তাদের ঢাকা মেডিকেলে আসতে বলি।’

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক অধিকার দাও, বাঁচার অধিকার দাও: বিএনপি মহাসচিব
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *