১৪ বোতল ভারতীয় মদসহ শাবিপ্রবির ২ শিক্ষার্থী গ্রেপ্তার
সিলেটের কোম্পানিগঞ্জে ১৪ বোতল ভারতীয় মদসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।


শুক্রবার ৪ আগস্ট দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক কাঞ্চন চক্রবর্তী।
গ্রেপ্তাররা হলেন- নাজমুছ শাকিব ও সাজিদ শাকিব। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টায় ভোলাগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ কিনে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ভোলাগঞ্জ নতুন টুলবক্সের সামনে থেকে তাদের বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল মদসহ কোম্পানিগঞ্জ থানা পুলিশের বিশেষ টহল দল তাদের গ্রেপ্তার করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, যেহেতু মাদকসহ হাতেনাতে ধরা পড়েছে তাই এখানে আমাদের কিছু করার নেই। পুলিশ আইনানুসারে ব্যবস্থা নিবে। তবে এসবের সাথে যদি ক্যাম্পাসের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক কাঞ্চন চক্রবর্তী বলেন, ভারতীয় মদসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। দু’আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।