আইন আদালত

আপিল বিভাগ রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

৩১ জুলাই, ২০২৩, একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি।

রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য না দেওয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনে চার মামলায় গত ২৯ মার্চ রফিকুল ইসলামকে জামিন দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে চারটি মোবাইলফোন জব্দ করা হয়।

মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এর আগে, ২০২০ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব।

পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ওই বছরের ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

**আপিল বিভাগের আদেশে বলা হয়েছে,**

* রফিকুল ইসলাম মাদানীর জামিন আদেশ বাতিল করা হয়।
* রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুরের গাছা থানায় দায়ের করা মামলায় হাজির হতে হবে।
* রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলার জামিন স্থগিত থাকবে।

রফিকুল ইসলাম মাদানীর পক্ষে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন,

আরও পড়ুনঃ  হাইকোর্ট বেঞ্চ বিচারপতিদের ‘মাই লর্ড’ না বলতে নির্দেশনা

আমরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করব।
আমরা আশা করি, হাইকোর্ট আমাদের জামিন আদেশ পুনরুদ্ধার করবেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি বলেন,

আমরা আপিল বিভাগের আদেশের সঙ্গে সন্তুষ্ট।
আমরা আশা করি, রফিকুল ইসলাম মাদানীকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button