বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টায় ওই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়।
তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার রেনেসাঁ টাইমসকে জানান, রোববার সকাল ৭টায় উপজেলা বাজারের নৌকাঘাট থেকে একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে হাওরে ঘোরার পর একই দিন দুপুরে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাচ্ছিল। এ সময় নতুন-বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে।
সভাপতি শাহিনুর তালুকদার জানান, রোববার বিকেলে নৌকার দুজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেওয়া হয়। কি কারণে তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি ওসি সাহেব। তবে সোমবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৩টায় আটক শিক্ষার্থীরা পুলিশ হেফাজতে ছিলেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আটক শিক্ষার্থীদের মধ্যে ১০ জন মেয়ে এবং ২৪ জন ছেলে। তারা সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। আটক শিক্ষার্থীরা জানান, তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। তারা কোনো অপরাধমূলক কাজ করেননি। তারা পুলিশের কাছে আটক হওয়ার কারণ জানতে চান।
পুলিশ জানায়, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
One Comment