বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের সৈয়দনগরের ফিডার রোডসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি মহাসড়কে উঠতে যাচ্ছিল।

নিহত তিনজন হলেন, ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মোঃ রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক নাসির উদ্দীন (২৫)।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা সিএনজিটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত তিন জনের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন দূতাবাসে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান, নিয়েছেন আশ্রয়
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *