তালতলীতালতলী

ঢাকাস্থ তালতলী ফোরামের পুনঃগঠন

সোমবার (১১ সেপ্টেম্বর )রাজধানীর আজাদ সেন্টারস্থ মিলনায়তনে বরগুনার তালতলী উপজেলা ফোরামের নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার জনাব আবু জাফর।

সভায় তালতলী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয় যার নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন । নির্বাহী পরিষদ ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ ও ২০২৬ কার্যকালের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত হন
জনাব আবু জাফর ও সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন জনাব নোমান শিকদার।

নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিসহ সদস্যদের পরামর্শক্রমে আরো যাদের দায়িত্ব বন্টন করা হয়।
উক্ত নির্বাহী পরিষদের সহসভাপতি নিযুক্ত হন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, বায়েজিদ হাসান, আমীনুল ইসলাম।সহকারী সেক্রেটারি পদে নজরুল ইসলাম, ফেরদৌস হাসান, অর্থ ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে যথাক্রমে আবু হানিফ ও ওয়াজিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকির হোসেন এবং সহকারী দায়িত্বে খলিলুর রহমান ও জসিম উদ্দিন, প্রচার,মিডিয়া ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে নূর সাইদ, আইন সম্পাদকে জাহিদুল ইসলাম, সমাজ কল্যানে জহিরুল ইসলাম,
সহকারী দায়িত্বে ফজলুর রহমান, ছাত্র কল্যানে রুহুল আমীন, সহকারী হিসেবে আজীজুর রহমান, পাঠাগার সম্পাদক, মুহিবুর রহমান, সহকারী, জহিরুল ইসলাম , সহকারী ক্রিড়া সম্পাদক নাসিম ,সহকারী ফেরদৌস এবং সদস্য হিসেবে যথানুসারে ফেরদাউস, আসাদ, মোজাফফর হোসেন, আল মামুন, বায়েজিদ, সাদেক, জোবায়ের, মাহমুদুল হাসান দায়িত্ব লাভ করেন।

মাওলানা আব্দুল মান্নানকে নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদ এর প্রধান নিযুক্ত করা হয়, অন্যান্য উপদেষ্টা হলেন, ড.আব্দুল হাকিম, মো: আব্দুল কুদ্দুস, মো: মুছা তালুকদার, ব্যারিষ্টার মঈনুল ইসলাম রিংকু, ব্যারিষ্টার হারুনর রশীদ, জিয়াউর রহমান, জনাব বনী আমীন।

নুর সাইদ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *