রাজনীতি

অনুমতি পেলো ৪ আগস্টে জামায়াতে ইসলামী’র সমাবেশের

তবে স্থান পরিবর্তন- সোহরাওয়ার্দী উদ্যান, দুপুর ২ঃ৩০ মিনিট।

ঢাকা, ০১ আগস্ট ২০২৩: আগামী ৪ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাবেশের অনুমতি মিলেছে। তবে স্থান পরিবর্তন করা হয়েছে। আগে সমাবেশের স্থান ছিল বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণ। কিন্তু এবার সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশটি দুপুর ২ঃ৩০ মিনিটে শুরু হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের উর্ধতন কর্মকর্তাগণ।

সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও গণসংযোগ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আমরা সরকারের কাছে সমাবেশের অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দিয়েছে। সমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

সমাবেশটিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। তারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সরকারের সমালোচনা করবেন।

সমাবেশটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক থাকবেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র সমর্থন করল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *