বাংলাদেশ

মার্কিন দূতাবাসে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান, নিয়েছেন আশ্রয়

সপরিবারে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়া। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সপরিবারে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন তিনি।

মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার পর এক ক্ষুদেবার্তার মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদেবার্তায় এমরান আহমেদ বলেছেন, ‘আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে ……..। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবত অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার ৩ মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেনের চিঠি
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *