বাংলাদেশ
জার্সি পরে গিনেস রেকর্ডে জায়গা করেছে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা
গত বছর কাতরে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্ব রেকর্ডে নাম লেখালেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ ফুটবল চলাকালীন ডিসেম্বর মাসে মাত্র ৪৮ ঘণ্টায় ৫ হাজার ৩৮২ জন বাংলাদেশি ফুটবলপ্রেমী তাদের প্রিয় দলের জার্সি পরে ছবি আপলোড দেন ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে। এই ছবিগুলো নিয়েই প্ল্যাটফর্মটি তৈরি করে জার্সি পরিহিতদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ফটো অ্যালবাম। মুহুর্তেই হয়ে যায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
স্পোর্টস জার্সি পরা লোকেদের বৃহত্তম অনলাইন ফটো অ্যালবামের জন্য এটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের আকারে চিরতরে অমর হয়ে গেছে। বাংলাদেশের করা রেকর্ডটি দেখা যাবে এই লিংকে।
এর আগের এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। যেখানে ৫ হাজার ২৯৭ ব্যক্তি দেশটির ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল) এর বিভিন্ন দলের জার্সি পরে ছবি আপলোড দেন।
নাইম হোসেন মিরাজ/রেনেসাঁ টাইমস