রাবির সি ইউনিটের কোটার প্রথম নির্বাচন ও অপেক্ষামাণ তালিকা প্রকাশিত
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি ইউনিটের (বিজ্ঞান বিভাগ)মুক্তিযোদ্ধা,শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার প্রথম নির্বাচন ও অপেক্ষামাণ তালিকা প্রকাশ হয়েছে। আজ শনিবার (৮ জুন)বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এটি।
সি ইউনিটের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নাসিমা আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১০ জুন (সোমবার) সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১২:৩০ ও দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টার মধ্যে সাক্ষাৎকারসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। তবে কেউ মেধা তালিকা থেকে ভর্তি হয়ে থাকলে তাকে উচ্চতর পছন্দের বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করা হবে। এজন্য তাকে বিশ্ববিদ্যালয় আসতে হবে না।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে পূরণকৃত ভর্তি ফরমের তিন কপি,এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট, ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও অনুষদ ফি প্রদানের প্রিন্টআউট কপি নিয়ে উপস্থিত হতে হবে।
সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে
প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি বাবদ অনলাইনে (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ) ৫,৩২৪ টাকা ও অনুষদ উন্নয়ন ফি বাবদ ১০০০ টাকা (রকেটের মাধ্যমে) জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকার সময়সূচি ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।