শিক্ষা

রাবি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত ৬ টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ৬ টি কৃষি কলেজ/ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ভর্তি পরীক্ষা আগামী ৮ জুন, ২০২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৭ এপ্রিল-২০ মে,২০২৪ অনলাইনে আবেদন করতে পারবে।

ভর্তি আবেদনের যোগ্যতা: 

১. ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০২১ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায়
পদার্থ, রসায়ন, গণিত/জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগে কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

২. ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০১৭ ও তৎপরবর্তী বছরের এসএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

৩. বিজ্ঞান বিভাগ হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

৪. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারীজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪.০০ স্কেলকে ৫.০০ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৬ এর কম হলে আবেদন করতে পারবে না।

আবেদনের সময়সীমা ও ফি:

আবেদন আগামী ১৭ এপ্রিল শুরু হবে এবং ২০ মে সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aca.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৬০ টাকা (অনলাইন চার্জসহ)।আবেদন ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার ধরণ: 

বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৮০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা, পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে।

মানবণ্টন:

প্রশ্নেপত্রে আবশ্যিক ও ঐচ্ছিক দুটি অংশ থাকবে। আবশ্যিক অংশে পদার্থ বিজ্ঞান অংশে প্রশ্ন থাকবে ২৫টি, রসায়ন ২৫টি এবং আইসিটি ৫টি, মোট ৫৫টি প্রশ্ন। আর ঐচ্ছিক অংশে গণিত ২৫টি, জীববিদ্যা ২৫টি এবং জীববিদ্যা ও গণিত ২৫টি। ঐচ্ছিক অংশে যেকোনো একটি বিষয়ে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। 

আরও পড়ুনঃ  বন্যায় ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ ঘোষণা

অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও আসন সংখ্যা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হলো-
(১)রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর
(২)টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া
(৩)পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
(৪)ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা
(৫)আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী ও
(৬)কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ,দিনাজপুর

মোট আসন সংখ্যা ৫৬০ টি।

অধিভুক্ত কৃষি কলেজ ও ইনস্টিটিউট: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কৃষি কলেজ ও ইনস্টিটিউটসমূহ হলো-
(১)ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি,রংপুর;
(২)হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিরাজগঞ্জ;
(৩)বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়ো সায়েন্সেস, নাটোর;
(৪) উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী;
(৫) গ্রাজুয়েট ইনস্টিটিউট অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়া ও
(৬)শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্স,
কাটাখালী,রাজশাহী

মোট আসন সংখ্যা ৮৪০ টি।

মোঃ নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *