রাজনীতি

সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে : ডাঃ ইরান

সরকার খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যথ হয়ে বিচার বিভাগকে লেলিয়ে দিয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। জনগন আওয়ামী জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে চায়। কারন দুর্নীতি দুঃশাসন ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

তিনি আজ (রবিবার) বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা টার্গেট খালেদা জিয়া। কারন খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব। তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারান্তরীন করে রেখেছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মহান আল্লাহ বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন।

তরুনদলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ডা: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুঁইয়া, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো: হানিফ, তরুনদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি টি এইচ তোফা, সহ-সভাপতি মো: সজল মিয়া, মো: শাহ জালাল সিকদার, বীর মুক্তিযুদ্ধা মো: বাদসা, কবির হোসেন জেহাদী, প্রচার সম্পাাদক কবির হোসেন মোড়ল প্রমুখ।

সভায় মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো: জাকির হোসেন।

আরও পড়ুনঃ  ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *